|
প্রিন্টের সময়কালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৩:১৫ অপরাহ্ণ

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা


রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা


ঢাকা, ৯ ডিসেম্বর – রাজনীতিবিদদের স্বদিচ্ছা ও সততা থাকলে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমে আসবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনিস্টিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কাজ কেন করা হচ্ছে এবং কার জন্য তা জানা জরুরি। এছাড়া দায়িত্বশীলতা (অ্যাকাউন্টেবিলিটি) থাকতে হবে।”
 

তিনি আরও বলেন, “শুধু শাস্তি দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করা প্রয়োজন। আগে সমাজে দুর্নীতিগ্রস্তদের এড়িয়ে চলা হতো, তাদেরকে খারাপ লোক হিসেবে দেখা হতো। কিন্তু এখন টাকা থাকলেই তারা সম্মান পায়, মেয়ের বিয়ে দেয়ার মতো সামাজিক কাজে অংশ নেয়।”
 

ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, “শুধু শাস্তি দিয়ে দুর্নীতির ক্ষতিপূরণ হবে না। হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার পরও সারাজীবন জেলে রাখলেও দেশের ক্ষতি পূরণ হয় না।”
 

তিনি আরও বলেন, “দুর্নীতিবাজ কর্মচারীরা খুব ‘স্মার্ট’। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার হয়ে বিভিন্ন উপায়ে দুর্নীতি করে। তাদের বিলাসী জীবন অনেককে হতাশ করে।”
 

দুদকের বর্তমান ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, “বর্তমানে দুদকের কার্যক্রমে দুর্নীতিবাজদের মনে ভয়ের কম্পন তৈরি হচ্ছে, যার জন্য দুদকের দৃশ্যমানতার প্রশংসা জানাই।”

সূত্র: বাসস!


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫