|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৩:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ

বরগুনায় হজ এজেন্টের প্রতারণা: ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


বরগুনায় হজ এজেন্টের প্রতারণা: ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


ঢাকা প্রেস,পাথরঘাটা প্রতিনিধি:-

 

বরগুনার দারুস-সুন্নাহ হজ্ব কাফেলা এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ জাকারিয়ার বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। বরগুনা ও পিরোজপুর জেলার ৫টি উপজেলার ৩২ জন হাজী জানিয়েছেন, জাকারিয়া তাদের কাছ থেকে ওমরাহ যাত্রার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছেন।
 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা আগস্ট মাসে জাকারিয়ার মাধ্যমে সৌদি আরব যান। কিন্তু সেখানে গিয়ে হাজীদের হাতখরচের টাকা ও ফিরতি বিমানের টিকিট না দিয়ে জাকারিয়া পালিয়ে যান। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে।
 

জাকারিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, তিনি ওমরাহ যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা সৌদি আরবে রিয়ালে বদলে দেননি এবং বাংলাদেশ ফিরেও টাকা ফেরত দেননি। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বরগুনার গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে জাকারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি টাকা ফেরত দেননি।
 

পুলিশ এখন এই ঘটনার তদন্ত করছে এবং জাকারিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫