|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ণ

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং এসএসসি–২০২৫ পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবাসিক প্রকৌশলী ও কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, বিদ্যালয়ের সদ্য বিদায়ী শিক্ষক বাবু অংথৈহ্লা মার্মা ও জেবুন্নাহার বেগমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি–২০২৫ পরীক্ষায় গৌরবজনকভাবে জিপিএ–৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, নারীদের শিক্ষায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম। এ সময় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬