|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৬:২৬ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম


ঢাকা প্রেস নিউজ

 

বঙ্গভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত বিক্ষোভে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর এবং তিনি তাদের পছন্দের নেতা নন। তারা দাবি করেছেন, রাষ্ট্রপতি যদি এ সপ্তাহের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "রাষ্ট্রপতিকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে। ছাত্রলীগ-যুবলীগ, মুজিববাদী মিডিয়া-সাংস্কৃতিক সংগঠনসহ সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।"
 

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, "রাষ্ট্রপতির উচ্চারণ যে, তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই, তা অবিশ্বাসযোগ্য। আমরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে লড়াই করব।"
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, "ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাই তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাষ্ট্রপতি, আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র-জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না।"
 

উল্লেখ্য গত ৫ আগস্ট দেশত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি নিজে জানান যে, তার কাছে কোনো পদত্যাগপত্র নেই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫