কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত: ড. আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
স্বৈরাশাসকদের মতো কিছু উপদেষ্টা এখন ভোগবিলাসে মত্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, "যে সরকার পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালনের কথা বলেছিল এবং যারা সংস্কারের দাবি করেছিল, তাদের মধ্যে কিছু উপদেষ্টা এখন ঠিক সেই স্বৈরশাসকদের মতোই ভোগবিলাসে লিপ্ত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।"
বুধবার, টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিপন আরও বলেন, "কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন, যা অন্তর্বর্তী সরকারের সদস্যদের জন্য অপ্রত্যাশিত। যদি উপদাত্রীরা এভাবে ভোগবিলাসে মগ্ন থাকেন, তবে সংস্কারের লক্ষ্য থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব।"
তিনি আরও বলেন, "যেসব উপদেষ্টা ভোগবিলাসে মত্ত, তাদের অন্তর্বর্তী সরকারের সদস্য পদ থেকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায়, দেশ গভীর সংকটে পড়বে এবং জাতীয় নিরাপত্তারও ঝুঁকি সৃষ্টি হবে।"
এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেন সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপন। সঞ্চালনা করেন পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫