সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং কাউকে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের পর এখন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের কেউই ছাড় পাবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) আইনি প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে।
পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “২০১১ সালের পর প্রথমবারের মতো আমি আজ ইমিগ্রেশন পয়েন্ট অতিক্রম করলাম। মূলত ইমিগ্রেশন প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পেতেই আজকের এ সফর। এখনকার ইমিগ্রেশন প্রক্রিয়া আগের তুলনায় অনেক উন্নত ও আধুনিক হয়েছে। এ ধারা যেন আরও উন্নত হয়, সে আশা রাখি।”
পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। যাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫