প্রকাশকালঃ
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:১৭ অপরাহ্ণ ৩৮৩ বার পঠিত
ঢাকা: সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে যে, এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে ভিসা আবেদনের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে বাংলাদেশ থেকে ভিসা আবেদন ২০২২ সালের তুলনায় ১৯৫% বৃদ্ধি পেয়েছে।
২০১৯ সালের প্রাক-মহামারি সময়ের তুলনায় ২০২৩ সালে ভিসা আবেদন ২৩৩% বেড়েছে।
ভিএফএস গ্লোবালের বাংলাদেশ প্রধান শান্তনু ভট্টাচার্য বলেন, "২০২২ সালে আমরা বাংলাদেশ এবং সমগ্র দক্ষিণ এশিয়া থেকে অনন্য চাহিদা লক্ষ্য করেছি।"
আবেদনকারীদের সতর্ক করা হয়েছে ভুয়া ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেইজ থেকে সাবধান থাকার জন্য যারা অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে।
ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে বিনা খরচে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়।
বেশিরভাগ দেশ ভ্রমণের ৯০ দিন আগ পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করে।
সংশোধিত শেনজেন ভিসা কোড অনুসারে, ভ্রমণের ছয় মাস আগ পর্যন্ত শেনজেন ভিসার জন্য আবেদন করা যায়।
কানাডার ভিসা যুক্ত করার জন্য পাসপোর্ট জমা দিতে দীর্ঘ অপেক্ষার কারণ হল চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যহীনতা।
ভিএফএস গ্লোবাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ১৬টি ক্লায়েন্ট সরকারকে সেবা দিয়ে আসছে। মহামারির পর থেকে ভ্রমণকারীদের মাঝে ব্যক্তিগত পরিষেবার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র:
ভিএফএস গ্লোবাল সংবাদ বিজ্ঞপ্তি, ১২ ফেব্রুয়ারি ২০২৪