|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুলাই ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১২:২২ অপরাহ্ণ

জার্মানির দুর্দান্ত জয়ে বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনা


জার্মানির দুর্দান্ত জয়ে বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনা


ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

উয়েফা নেশন্স লিগে নিজেদের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। এই বড় জয়ের মাধ্যমে সি গ্রুপের চ্যাম্পিয়নের মুকুটও অর্জন করেছে স্বাগতিকরা।
 

ফ্রেইবুর্গে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে জার্মানরা। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডে প্রথম গোল করেন টিম ক্লাইনডিন্সট। এরপর শুরু হয় জার্মানির গোল উৎসব। পুরো ম্যাচজুড়ে তারা বলের নিয়ন্ত্রণে ছিল ৭৩ শতাংশ সময়, এবং ২৩টি শট নিয়ে বসনিয়ার রক্ষণভাগকে চরম পরীক্ষায় ফেলে দেয়।
 

জার্মানির পক্ষে দুইবার করে গোল করেছেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান রিৎজ। বাকিরা ছিলেন জামাল মুসিয়ালা, কাই হাভের্টজ ও লেরয় সানে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
 

দিনের অন্য ম্যাচে, নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে তারা। হাঙ্গেরি ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে। এক পয়েন্ট সংগ্রহ করা বসনিয়া শেষ করেছে গ্রুপের তলানিতে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫