ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: মাহবুব উদ্দিন খোকন

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান ইউনুস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপিরও সমর্থন রয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মাহবুব উদ্দিন খোকন বলেন, “আমলাতন্ত্রে এখনো আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি রয়ে গেছে। তাদের কারণে জাতীয় নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি। এসব প্রভাবশালীকে দ্রুত অপসারণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ বছরে সোনাইমুড়ী উপজেলায় বিএনপির ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ৪ জনকে গুম করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস টার্মিনালে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫