|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:


 

২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট, শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী
 

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং চাহিদা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
 

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সভায় বলেন, অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫