এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

ঢাকা প্রেস নিউজ
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই-বাছাইয়ের শর্ত ভঙ্গের অভিযোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বিসিসিকে সব বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ইসির আওতাধীন এনআইডি বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসির সঙ্গে এনআইডির তথ্য যাচাই সেবা গ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি, যার মধ্যে বিসিসি একটি উল্লেখযোগ্য অংশীদার। ২০২২ সালের ৪ অক্টোবর তথ্য যাচাই সেবা প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী, বিসিসি কমিশনের তথ্য কোনো ব্যক্তি, সত্তা, বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর, বিক্রয় বা বিনিময় করতে পারবে না। কিন্তু বিসিসি এই শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।
চলতি বছরের ৩ সেপ্টেম্বর এ বিষয়ে বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও বিসিসির দেওয়া ব্যাখ্যা ইসিকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির ফি বা চার্জ পরিশোধ না করায় চুক্তিটি বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হয়।
ইতোমধ্যে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে এনআইডি মহাপরিচালক জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫