কোতোয়ালীতে অভিযানে ৬ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার, ছোরা উদ্ধার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতের আধারে অভিযান চালিয়ে ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন। এসআই আব্দুল্লাহ আল নোমান ও এএসআই মোঃ সুমন মিয়ার নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করে থানা ফোর্স।
২৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১:৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন কাটা পাহাড় লেইনস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের গলির মুখে অভিযান চালিয়ে মোঃ রাব্বি (২৬), মোঃ ফয়সাল (২১), রবিউল হোসেন প্রকাশ বকুলি (২০), মোঃ মারুফ হোসেন (২৩), মোঃ জিহাদ (২১) ও মোঃ জীবন মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে ৩৯৯/৪০২ ধারা পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃতরা পূর্বেও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। মোঃ রাব্বি ও মোঃ ফয়সালের বিরুদ্ধে আগে থেকে মাদক, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন ধারা অনুযায়ী মামলা রয়েছে। এছাড়া অন্য আসামিরাও বিভিন্ন অপরাধে পূর্বে পুলিশের নজরে এসেছে।
পুলিশ জানিয়েছে, এই অভিযান চট্টগ্রামে ছিনতাই ও সহিংস অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬