গোমস্তাপুরে ৫ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫ শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ৩১ ডিসেম্বর) সকালে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুশান্ত চন্দ্র বর্মন এর সভাপতিত্বে উক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) নাচোল সরকারি কলেজ ইসলাম উদ্দিন, পার্বতীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সদস্য, ফয়সাল করিবসহ, আর ও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী শিক্ষার্থীদের অভিভাবক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফলাফল ঘোষনা করেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫