ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল বাস, নিহত সুপারভাইজার

ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস। আজ শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
মাদারীপুর হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি ইমরান আলী ইমরান বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, দোলা পরিবহনের একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওভারটেকিং-এর কারণে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাসের সুপারভাইজার এর মৃত্যুর খবর পেয়েছি।
তার পরিচয় এখনও জানা যায়নি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি। অন্য আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫