বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় আমির খসরু ৩১ দফা হচ্ছে বিএনপির জবাবদিহি মূলক সরকার গঠন

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)ঃ-
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির আহবায়ক নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আজমের সঞ্চালনায় গতকাল সোমবার(০১ সেপ্টেম্বর )সন্ধ্যায় ৪১ নং ওয়ার্ড এ ইউনিটের স্থয়ী কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, নগর বিএনপির সদস্য হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি, বিএনপি নেতা ও টিএসপি সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, ৪১ নং ওয়ার্ড সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল , বিএনপি নেতা মোঃ আব্দুস সাত্তার।
এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ লোকমান কোম্পানি ,মোঃ ইলিয়াছ, আবু জাফর, মোঃ সোলায়মান, লোকমান কন্ট্রাক্টর, মোঃ সাবের, মোঃ গিয়াস, মোঃ শরিফ কন্ট্রাক্টর, মোঃ শফি, মোঃ নজরুল, মোঃ আঃ মালেক, মোঃ ইকবাল, মোঃ জাহাঙ্গীর রিমন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করার পাশাপাশি তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে মূল লক্ষ্য জণগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা।
এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫