নৈরাজ্যের পাঁয়তারা চলছে, জনগণকে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রায় প্রসঙ্গে ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার পরিবেশ থাকা সত্ত্বেও দেশের মানুষ নির্বাচনের নিশ্চয়তা দেখতে পাচ্ছে। কিন্তু কিছু গোষ্ঠী বিভ্রান্তিকর দাবি তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছে। তবে এটি জনগণের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা বলার সময় এখনো আসেনি। তাই সময়ক্ষেপণ না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল সতর্ক করে বলেন, দ্রুত নির্বাচিত সরকার না এলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি আরও অবনতি হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫