|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৫ ০৩:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০৭:৩২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক হস্তান্তর


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক হস্তান্তর


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 


 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) শাহজামান হক।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
 

তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ দুর্ঘটনা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের কারণে যে ঝুঁকি তৈরি হয়, তা পরিবহন মালিক ও শ্রমিকদের সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ সম্ভব।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুল মাতিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু এবং বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোঃ আবু হুজাইফা প্রমুখ।
 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন।
 

নিহতদের মধ্যে রয়েছেন—
ইসমাইল আলী (সদর), তহরুল ইসলাম (সদর), ইসমাইল হোসেন (সদর), আজগার আলী (গোমস্তাপুর), ইসমাইল হোসেন (গোমস্তাপুর), কামরুল ইসলাম (সদর), সাবিকুন নাহার সোনা (সদর), আশানুর রহমান (সদর), রাজ্জাক আলী খুদু (শিবগঞ্জ), জামিরুল হক (শিবগঞ্জ), ফানু (শিবগঞ্জ), সাদ্দাম হোসেন (সদর), শরিফ হারুন, কাবীর হুসেন, জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫