|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০২:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মার্চ ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

কুড়িগ্রাম সীমান্তে দূর্বৃত্ত কাটলো কাঁটাতারের বেড়া, বিজিবি-বিএসএফ বৈঠক


কুড়িগ্রাম সীমান্তে দূর্বৃত্ত কাটলো কাঁটাতারের বেড়া, বিজিবি-বিএসএফ বৈঠক


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সীমান্তে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে ফেলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) গভীর রাতে দুষ্কৃতিকারীরা ভারতীয় সীমান্তের কাঁটাতার কেটে ফেলে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
 

এ ঘটনার পর ওই সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিজিবি ও বিএসএফ দুই দফা পতাকা বৈঠক হয়েছে। তবে বিজিবি বলছে, কাঁটাতার প্রসঙ্গ নয়, বৈঠকে রুটিন আলোচনা হয়েছে।
 

সীমান্ত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনও একসময় উপজেলার কুরুষাফেরুষা সীমান্তের কাছে ভারতীয় বসকোটাল সীমান্তে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে ফেলে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় শুক্রবার ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তে টহল জোরদার করে। একইসঙ্গে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর কাছে তাবু টাঙায় বিএসএফ। খবর পেয়ে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট ও শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করে।
 

একইসঙ্গে শুক্রবার বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার আরেক দফায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
 

বিজিবি জানায়, শনিবার বিকালে ফুলবাড়ী উপজেলার কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে ভারতীয় অংশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

বৈঠক শেষে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ও বিএসএফ-৩ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার কাঁটাতার সংলগ্ন স্থান পরিদর্শন করেছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
 

তবে বিজিবি বলছে, শুধু কাঁটাতার প্রসঙ্গ নয়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, ‘বিএসএফের ব্যাটালিয়নের অধিনায়ক নতুন এসেছেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে শুধু কাঁটাতার নয়, রুটিন আলোচনা হয়েছে।’
 

ভারতীয় কাঁটাতার কর্তন প্রসঙ্গে আলোচনা প্রশ্নে বিজিবি অধিনায়ক বলেন, ‘ওদের কাঁটাতার কে বা কারা কেটেছে সেটা আমাদের জানার কথা নয়। বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো সবই রুটিন আলোচনা।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫