নোয়াখালীতে গ্যারেজে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ব্যাপক মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত সোমবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের মুটবী গ্রামে অবস্থিত একটি গ্যারেজে পরিচালিত অভিযানে এই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৪১)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে বিচারিক আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫