|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

ভাঙ্গুড়ায় রাজনৈতিক সংঘর্ষ: ক্লাব দখলকে কেন্দ্র করে হামলা, ২৫ বিএনপি কর্মী আহত


ভাঙ্গুড়ায় রাজনৈতিক সংঘর্ষ: ক্লাব দখলকে কেন্দ্র করে হামলা, ২৫ বিএনপি কর্মী আহত


ঢাকা প্রেস
পাবনা প্রতিনিধি:-


পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন।

 

শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বিবেচনা করে তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও ঢাকায় পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, 'উদয় সংঘ' নামে একটি সামাজিক সংগঠন (ক্লাব) দীর্ঘদিন ধরে বিএনপি কর্মীদের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি আওয়ামী লীগের নেতারা ক্লাবটি দখলের চেষ্টা করেন। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হন।

 

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার হাসপাতালে গিয়ে আহতদের দেখা করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।

 

বিএনপি এই ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাস বলে অভিহিত করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ এই ঘটনায় নিজেদের কোনো জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

 

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের বিবরণী রেকর্ড করে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫