গাজায় ত্রাণ সংস্থাগুলো বারবার ২০ ট্রাক সহায়তা যেন ‘সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি’

মিশর থেকে রাফাহ ক্রসিং হয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তাবাহী ট্রাকগুলো। যদিও ত্রাণ সংস্থাগুলো বারবার ২০ ট্রাকের এই সহায়তাকে 'সমুদ্রের মাঝে একফোঁটা পানির' সঙ্গে তুলনা করে আসছে।
গাজার ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের যে বহর প্রবেশ করছে, তা খুবই সীমিত। বিদেশে চিকিৎসার প্রয়োজনে আহত ব্যক্তিদের জন্য একটি মানবিক করিডোর অবশ্যই স্থায়ীভাবে খোলা রাখতে হবে।
গাজাভিত্তিক সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এক বিবৃতিতে বলেছেন, শনিবার সকালে যেসব ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, তা গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক বলেছেন, গাজায় প্রবেশ করা ২০টি ত্রাণবাহী ট্রাক যথেষ্ট নয়। তিনি আশা করছন, শিগগিরই গাজায় আরও ত্রাণ প্রবেশ করবে। প্রসঙ্গত, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করেছে। গাজার বেসামরিক জনগণে
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫