|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন


তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন


ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়য়,কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লার তিতাসে মাধক ও ইভটিজিং বিরোধী অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন "ফ্রেন্ডস ক্লাব"র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সাবেক প্রধান সমন্বয়ক মো. সেলিম সবুজকে সভাপতি, কুস্তিগির রাসেলকে সাধারণ সম্পাদক ও ডেন্টিস্ট মাহবুবুর রহমান শ্যামলকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শনিবার ( ৫অক্টোবর) বিকালে বাতাকান্দি বাজারের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন করেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেকুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মোঃ মোস্তাক আহমেদ সরকার, মোঃ আলমগীর হোসেন, কাজী মোঃ জামাল হোসেন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ জামান, সালাহউদ্দিন শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম নোমানী, প্রবাসি কল্যাণ সম্পাদক মোঃ মাঈনুদ্দিন বেপারী সাহেদ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম লিয়ন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা-তুজ জোহরা (শিফাত), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ শাহিন সাকের ও দপ্তর সম্পাদক দীপক দেবনাথ প্রমূখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫