শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও ডাকসুর নেতারা। অভিযোগ উঠেছে, তিনি আদালতের রায়কে অবজ্ঞা করে আপত্তিকর মন্তব্য করেছেন।
সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আবাসিক ভবনে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে লাভলু তার ফেসবুক আইডি থেকে একটি কার্ড পোস্ট করেন, যেখানে শেখ হাসিনার ছবির নিচে লেখা ছিল "I don’t care"। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, লাভলু ফেসবুকে রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, এবং আজই তাকে আদালতে পাঠানো হবে।
জানা গেছে, মুহাম্মদ লাভলু মোল্লা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, "লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ‘জঙ্গি লাভলু’কে শনাক্ত করে পুলিশে দেওয়া হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫