|
প্রিন্টের সময়কালঃ ২১ জুলাই ২০২৫ ০৩:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ

আমরা কঠিন সময় পার করছি — নাহিদ ইসলাম


আমরা কঠিন সময় পার করছি — নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এখন এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। আপনারা দেখেছেন—গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।”
 

রোববার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
 

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা আপনাদের কাছে কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা একসাথে একটি অভ্যুত্থানের অংশ ছিলাম। আপনাদের স্বজনরা আমাদের পাশে ছিলেন। সেই জায়গা থেকে আমরা দলমতের ঊর্ধ্বে আপনাদের পরিবারের সদস্য হিসেবেই দেখি।”
 

নাহিদ ইসলাম আরও বলেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারী শক্তির প্রভাব রয়েছে। আমরা যখন সরকারে ছিলাম, কিংবা আমাদের পক্ষ থেকে কেউ যখন সরকারে গিয়েছেন, তখন জুলাই শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেসব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়নি বা বিলম্বিত হয়েছে। এর পেছনে কারণ—প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে। শহীদ পরিবারগুলোর যে সম্মান ও স্বীকৃতি প্রাপ্য, তা তারা এখনো পুরোপুরি পায়নি।”
 

এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫