রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো:-
রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু এবং বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে এই দুর্ঘটনার পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক, মামনুল ইসলাম সমকালকে জানান, শনিবার দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিল, অন্যদিকে একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল। এসময় বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধুমকেতু ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার ফলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। উদ্ধার অভিযান শুরু হলে প্রায় ৪০ মিনিট সময় লাগবে বগিটি উদ্ধার করতে।
রাজশাহী রেলের স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, দুটি ট্রেনই খালি ছিল এবং কোনো যাত্রী ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে, রিলিফ ট্রেন আসার আগে, বিকেল ৪টা নাগাদ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলতে কিছুটা বিলম্ব হতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫