মক্কা-মদিনায় জুমার খুতবা ও নামাজের সময় সংক্ষিপ্ত করার নিদের্শ

সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার খুতবা ও নামাজের সময় সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মকালের তীব্র তাপমাত্রা থেকে সুরক্ষার জন্য সৌদি সরকারের পক্ষ এ নির্দেশনা জারি করা হয়। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্তভাবে সম্পন্ন করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
গত ২১ জুন থেকে গ্রীষ্ম মৌসুম শেষ পর্যন্ত জুমার পুরো কার্যক্রম মাত্র ১৫ মিনিটে সম্পন্ন করতে বলা হয়। অন্য সময় জুমার কার্যক্রম সম্পন্ন করতে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগত। তা ছাড়া জুমার প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়। পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুল রহমান আল-সুদাইস জানান, এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে।
এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে।
সৌদি আরবের এই দুই শহরে বর্তমানে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। আর বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর তাই মসজিদে আগত রোগী, বয়স্কসহ সাধারণ দুর্বল মুসল্লিদের সুরক্ষায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়।
এদিকে গত ১৫ জুন চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজে ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন অংশ নিয়েছেন। এরমধ্যে ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন বিদেশি এবং দুই লাখ ২১ হাজার ৮৫৪ জন সৌদি স্থানীয় ও প্রবাসী রয়েছেন। সৌদি সরকারের ভাষ্যমতে, এ বছর মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে এক হাজার তিন শয়ের বেশি হাজি মারা গেছেন। অবশ্য বেসরকারিভাবে মৃতের সংখ্যা কয়েক হাজার পৌঁছবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫