আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী উদ্বোধন
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অসহায় ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আদর্শ ছাত্র ও যুব সমাজ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক উদ্যোগের ধারাবাহিকতায় সংগঠনটি এলাকায় সমাজসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রোববার, ৭ ডিসেম্বর, সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মাসব্যাপী মেলার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পের পাশাপাশি অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শীতবস্ত্র ও জ্যাকেট বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সিকিউরিটি সিটি চেয়ারম্যান আক্তার হোসেন, থিংকওয়েল ইংলিশ স্কুলের ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা ও সেক্রেটারি শাহাদাত হোসেন, এবং আদর্শ ছাত্র ও যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকী।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। সভাপতিত্ব করেন মোঃ মোক্তার হোসাইন সাইমন এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন আইমন, ফয়সাল, রাহাত ও লুৎফা।
বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মূল উদ্দেশ্য শুধুমাত্র কর্মসংস্থান নয়, বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা। উপকারভোগীরা নিজেদের আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুরা শীতবস্ত্র ও জ্যাকেট পেয়ে উৎসাহিত ও খুশি হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫