|
প্রিন্টের সময়কালঃ ২৬ জুলাই ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০১:৫৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 


কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) ও মর্জিনা খাতুন (৪৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
 

রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 

আটকৃতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) একই ইউনিয়নের লালকুড়া এলাকার সমেছ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৩)। 
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ইয়াবা বিক্রিকালে মর্জিনা খাতুনের নিজ বসতবাড়িতে তাকে ও বাবুল মিয়া ওরফে বাবলু নামের দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয় এবং পালিয়ে যায় একজন অজ্ঞাত ব্যক্তি । এ সময় জব্দ করা হয় ১  হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, আটক মাদক কারবারি দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫