চট্টগ্রামে পর্দা উঠলো মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

ক্রীড়া প্রতিবেদন (চট্টগ্রাম):-
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চসিকের মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মাস ব্যাপী অ-১৩ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন।
বাফুফের নিবন্ধন কৃত ২৮টি একাডেমির প্রায় সাড়ে ৫ শতাধিক ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিক ভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাবেক ফুটবল কোচ নজরুল ইসলাম লেদু,সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, সাবেক কাউন্সিলর নেওয়াজ খান,সিডিএফ সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ মহিউদ্দিন মাহাবুব আলম,এম এ মুছা বাবলু, সালাউদ্দিন জাহিদ,কাজী মোঃ জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, জহিরুল ইসলাম জহির সহ ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার গণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে হালিশহর রামপুরা একাডেমি পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।
এর আগে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে ২৮ টি একাডেমির সাড়ে ৫ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে মনোঞ্জ মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫