|
প্রিন্টের সময়কালঃ ১২ নভেম্বর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৬


মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৬


মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা পতিতাবৃত্তি ও মানবপাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
 

এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট আটজনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। তবে অভিযানের আগেই মূল হোতা বিল্লাল হোসেন ও তার স্ত্রী লুনা আক্তার পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও লুনা দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকরে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব হোসেন (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া আক্তার (১৯) ও নুরুন্নাহার (২০)।
 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত জব্দ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে ধরতে অভিযান চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫