রাত পোহালেই চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:-
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই অনুসারে চাঁদপুরের ৪০টি গ্রামে রোববার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। দীর্ঘ ৯৫ বছর ধরে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।
ঈদকে ঘিরে শনিবার রাত থেকেই এসব গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী জানান, ‘আমরা প্রথম চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি। সৌদিতে শনিবার চাঁদ দেখা গেছে, তাই রোববার সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আশপাশের বিভিন্ন এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’
সাদ্রার পাশাপাশি হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলবসহ চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০টি গ্রামের মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করবেন। এসব গ্রামের মধ্যে উল্লেখযোগ্য হলো- হাজীগঞ্জের বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, রাজারগাঁও, ফরিদগঞ্জের শাচনমেঘ, খিলা, উভারামপুর, মতলবের মহনপুর, এখলাসপুর, নায়েরগাঁওসহ আরও কয়েকটি এলাকা। এ ছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুরের কিছু জায়গায়ও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হবে।
ঐতিহাসিকভাবে জানা যায়, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। তবে স্থানীয়দের বিরোধিতার কারণে তাকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে নিজ গ্রাম সাদ্রায় ফিরে দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করেন, যা আজও অনুসৃত হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫