নাটোরে গণপিটুনিতে নিহত ১, চুরির অভিযোগে সংঘটিত ঘটনা
ঢাকা প্রেস নিউজ
নাটোরের নলডাঙ্গায় মাছ চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার জাহান।
নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের বাসিন্দা এবং মরহুম আয়েন উদ্দিনের ছেলে।
ওসি মনোয়ার জাহান জানান, রোববার রাতে নলডাঙ্গার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি সন্দেহ হলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন। এ সময় চোরের দল পালিয়ে গেলেও পরবর্তীতে কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় জাহিদ হোসেন ও আফজাল হোসেনের লিজকৃত পুকুরে মাছ চুরির সময় ধরা পড়ে।
গ্রামবাসী ধাওয়া দিয়ে চোরের দলের সদস্যদের মধ্যে আব্দুল মান্নানকে আটক করেন এবং তাকে গণপিটুনি দেন।
গুরুতর আহত মান্নানকে পুকুর মালিকরা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে অসুস্থ অবস্থায় ইউপি সদস্য তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই স্বজনরা মান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ওসি মনোয়ার জাহান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ: গণপিটুনির ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং আইন নিজের হাতে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫