|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৮:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫২ অপরাহ্ণ

জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক


জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক


ঢাকা প্রেস নিউজ
 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দুর্নীতি অনুসন্ধানে ইতোমধ্যে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
 

দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং আজই একটি কমিটি গঠন করা হয়েছে।
 

অতিরিক্ত ১৫ বছর প্রভাবশালী এই কর্মকর্তাকে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
 

জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদের পাহাড় গড়া এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, ফোনকলে আড়িপাতা ও ব্যক্তিগত আলাপ রেকর্ড ফাঁস করার মতো কর্মকাণ্ডের জন্য তাকে দায়ী করা হয়। তার স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক স্থগিত করে।
 

এদিকে, জুলাই-আগস্ট গণহত্যা মামলায় জিয়াউল আহসানসহ সাতজনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫