চট্টগ্রামে বসতঘরে আগুন, নিহত ২

চট্টগ্রাম ব্যুরো:-
চট্টগ্রাম নগরীতে টিনশেড একটি বসতঘরে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিমপাড়ে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে আগুন লাগে।
নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে আহতদের মধ্যে রয়েছেন ফয়সাল (১৯), সোহান (১৯) এবং শাহীন (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, সকাল পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাঁচটি কক্ষের মধ্যে এক কক্ষ পুরোপুরি পুড়ে গেছে, আর চারটি কক্ষের আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটি লেগেছে, যার কারণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন। আহতরা যদিও দগ্ধ হননি, তবে তাদের শ্বাসতন্ত্রে গুরুতর ক্ষতি হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫