কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

ঢাকা প্রেস
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার খোকন হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি হোসেনপুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫