|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৫ ০৩:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ০৩:৪২ অপরাহ্ণ

ধরা পড়েনি এক্স-রে মেশিনে ১৪ কোটি টাকার হেরোইন


ধরা পড়েনি এক্স-রে মেশিনে ১৪ কোটি টাকার হেরোইন


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচারের তালিকায় এবার যোগ হলো হেরোইন। এ বন্দর দিয়ে যাওয়া দুই কেজি ২৩ গ্রাম হেরোইনসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ওপারের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ'র একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে হেরোইন জব্দ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া জাগরণত্রিপুরা পত্রিকার অনলাইন সংস্করণেও এ খবর ছাপা হয়েছে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হেরোইনসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস। তিনি দোহা থেকে বিমানে ঢাকায় আসেন। সেখান থেকে আখাউড়ায় এসে স্থলবন্দর দিয়ে ৯ জুন ভারতের আগরতলায় যান।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি কালো রঙের স্যুটকেসের ভেতর এক্স-রে রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দুটি প্যাকেটে করে হেরোইন নিচ্ছিলেন। এটি এক্স-রে মেশিনেও ধরা পড়েনি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা হেরোইন পাউডার উদ্ধার করা হয়। 

জানা গেছে, আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক মেশিন থাকলেও আনার পর গত এক মাসেও তারা সেটি ব্যবহার করেনি।

অভিযোগ আছে, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে ওপার থেকে নিয়মিতই মোবাইল ফোন, পোশাকসহ নানা সামগ্রী বাংলাদেশে আসছে। স্থানীয় ব্যবসায়ী, কথিত সাংবাদিকরা, প্রভাবশালী মহলও এর সঙ্গে জড়িত। সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী বাস থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোনসেট উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫