|
প্রিন্টের সময়কালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলেছে: পুলিশ


মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলেছে: পুলিশ


ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরীকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, এটি একটি প্রেম-সম্পর্কিত ঘটনা। কিশোরী নওগাঁর এক ছেলের সাথে পালিয়েছেন এবং ওই ছেলেটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কিশোরীর হাত ধরে যেতে দেখা যায়।
 

পুলিশ আরও জানিয়েছে, কিশোরীকে নওগাঁয় ছেলেটির বাড়িতে খুঁজে পাওয়া যায়। তবে পুলিশ আসার খবর পেয়ে কিশোরী বাড়ি থেকে চলে যায়।
 

এডিসি জুয়েল রানা বলেন, "আমরা মেয়ের ও ছেলের অবস্থান শনাক্ত করতে পেরেছি। তবে এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে আসেনি। ছেলের বাবা-চাচার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন, কিশোরী সকালে তাদের বাসায় ছিল, কিন্তু পরে সেখান থেকে চলে গেছে। তারা বিষয়টি মেয়ের বাবাকেও জানিয়েছে।"
 

এছাড়া, কিশোরীর বাবা পুলিশের সাথে সহযোগিতা না করার অভিযোগ করে এডিসি রানা আরও বলেন, "পুলিশের অসংখ্য টিম কাজ করছে, কিন্তু মেয়ের পরিবার ও ছেলের পরিবার পুলিশকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে, যতক্ষণ না তারা না আসছে, ততক্ষণ কিশোরী পুলিশের হাতে হস্তান্তর না করার জন্য অনুরোধ করেছেন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫