নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা প্রেস
বিনোদন ডেস্ক:-
আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনেই তিনি চিরবিদায় নিয়েছিলেন।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী রাজ্জাক ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৫৯ সালে মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা শেষ করে কলকাতায় অভিনয় জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দাঙ্গার কারণে পরিবারসহ ঢাকায় চলে আসেন।
বাংলাদেশের চলচ্চিত্রে ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ‘পিচ ঢালা পথ’, ‘দর্পচূর্ণ’, ‘মধুমিলন’, ‘জীবন থেকে নেয়া’, ‘আনারকলি’—এই সব সিনেমা তার অভিনয় জীবনের স্মরণীয় অধ্যায়।
নায়করাজ রাজ্জাকের অবদান চিরস্মরণীয়। তার অভিনয় শৈলী এবং ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাই।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫