ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে আত্মগোপন, আ.লীগ নেতা গ্রেপ্তার

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দেওয়ার পর বাড়িতে আত্মগোপনে ছিলেন।
সোমবার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও মদদের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
জানা যায়, গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট করেন—‘সময়ের কারণে সবাইকে বলতে পারিনি, বিদায় বাংলাদেশ।’ এতে পুলিশ বিভ্রান্ত হয়, অথচ তিনি নিজ গ্রামেই আত্মগোপনে ছিলেন। পরে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলায় আসামি হন রাজীব আহমেদ হেলু। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাজীব নাশকতাসহ তিনটি মামলার পলাতক আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫