|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ

টেকনাফে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার


টেকনাফে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার


ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-

কক্সবাজারের টেকনাফে বিজিবির একটি অভিযানে মিয়ানমার থেকে পাচার করা ২৯ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা উখিয়া ও মংডুর বাসিন্দা।

শনিবার রাতে হ্নীলা ফুলের ডেইল এলাকায় পরিচালিত অভিযানে এই স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা জমা রেখে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫