|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৩৮ অপরাহ্ণ

তানজিমকে সমর্থন করে দেওয়া পোস্ট মুছলেন মিরাজ


তানজিমকে সমর্থন করে দেওয়া পোস্ট মুছলেন মিরাজ


তানজিম হাসান সাকিবের বিদ্বেষমূলক ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়ের ঠিক একই সময় তাকে সমর্থন করেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেই পোস্টে তানজিমের বিতর্কিত পোস্টকে ‘উপস্থাপনার ভুল’ বলে দাবি করেন তিনি। এই অলরাউন্ডার বলেছিলেন, এতে কোনো সমস্যা খুঁজে পাননি তিনি। তবে কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছে দেন মিরাজ।

জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। 


তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নেয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না। সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। 


শুভ কামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’ সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিম সাকিবের। তারপরই তানজিমের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়।

দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। অবশেষে মঙ্গলবার তানজিম তার বিতর্কিত পোস্টগুলোর জন্য বিসিবির কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই সঙ্গে অঙ্গীকার করেন, ভবিষ্যতে এমন পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫