|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার


মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পুলিশকে বিষয়টি জানান।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাটি গোড়ালির কিছুটা উপর থেকে কাটা এবং ব্যান্ডেজ করা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতাল থেকে দুই দিন আগে কাটা পাটি কোনোভাবে এখানে আনা হয়েছে। তবে, পাটিতে কোনো রক্ত না থাকায় এবং কাটার ধরন বিবেচনা করে চিকিৎসকেরা এটি কেটে ফেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পাটিটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
 

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই এবং খুনের মতো ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় তদন্ত চালাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫