বগুড়ায় অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-
বগুড়ায় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে।
এর আগে, শুক্রবার বিকেলে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন:
- গোকুল উত্তরপাড়া এলাকার জাকারিয়া ইসলাম,
- গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম,
- চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান,
- মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা,
- গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান,
- মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন, এবং
- মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টের কাছে একটি সিএনজি তল্লাশি করে এই সাতজন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
- একটি চাইনিজ কুড়াল,
- দুটি বড় চাপাতি,
- একটি বার্মিজ চাকু,
- একটি বেতের লাঠি, এবং
- ৮৯০ টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫