রাঙ্গামাটি ভ্রমন গাইড! কিভাবে যাবেন? কোথায় থাকবেন?

প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৫ অপরাহ্ণ ১৫৭ বার পঠিত
রাঙ্গামাটি ভ্রমন গাইড! কিভাবে যাবেন? কোথায় থাকবেন?

রাঙ্গামাটি বাংলাদেশের দক্ষিণ -পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা এবং বাংলাদেশের বৃহত্তম জেলা । রাঙ্গামাটির  মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। এই রাঙ্গামাটি জেলাতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান সহ আরো অন্যান্য ধর্মাবলম্বী বাস করে। প্রায় সকল উপজাতিদের আবাস ভূমি যেমন চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, চাক, মুরং, বম, ত্রিপুরা, খেয়াং, খুমি, লুসাই, ম্রো, পাংখোয়া, সাঁওতাল, মণিপুরী সহ আরো অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাস । উপজাতিরা তাদের নিজের মাতৃভাষায় কথা বলে থাকেন। রাঙ্গামাটি অসংখ্য দর্শনীয় স্থান যেমনঃ বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালী, কাপ্তাই বাঁধ, কাপ্তাই লেক ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক কলেক, নৌ বাহিনীর পিকনিক স্পট, কর্ণফুলি পেপার মিল, চিৎমরম বৌদ্ধ বিহার, জুম রেস্তোরা, পেদা টিং টিং রেস্তোরা, টুকটুক ইকো ভিলেজ, চিৎমরম বৌদ্ধ বিহার ইত্যাদি। রাঙ্গামাটিতে ভ্রমণের আদর্শ সময় শীতকাল। শীতকালে রাঙ্গামাটির হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠে। কুয়াশা মাখা হিমেল পরিবেশ প্রকৃতিকে আরো নবীন করে তোলে। 

 

 

কিভাবে যাবেন
আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন রাঙামাটিতে আসতে হলে চট্রগ্রামের অক্সিজেন রাঙামাটির বাস টারমিনাল আসতে হবে। এখান থেকে আধা ঘন্টার ব্যবধানে আপনি পাবেন পাহাড়ীকা ও লোকাল বাস সার্ভিস। পাহাড়ীকা বাসে সময় লাগে আড়াই ঘন্টা এবং লোকাল বাসে ৩-সাড়ে ৩ ঘন্টা। সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত পাওয়া যায় বাস। এছাড়া যারা আরামদায়ক ভ্রমন করতে চান তাদের জন্য আছে বিলাস বহুল সার্ভিস এস. আলম, ইউনিক, হানিফ ও বিআরটিসি। সময় লাগবে ২.৩০-৩ ঘন্টা। এছাড়া নিজস্ব গাড়ী অথবা ভাড়া করা মাইক্রো, কার, ক্যাব নিয়েও আপনি আসতে পারেন রাঙামাটি। নিজস্ব গাড়ী নিয়ে আসলে সময় এবং অর্থ দুই’ই সাশ্রয় হবে ।

 

 

কোথায় থাকবেন
রাঙামাটিতে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু ভালমানের হোটেল আছে। যেমনঃ হোটেল সুফিয়া, নীডস হিল ভিউ, মোটেল জর্জ, হোটেল গ্রীন ক্যাসেল, শাইনিং হিল গেষ্ট হাউজ, টুকটুক ইকো ভিলেজ, হোটেল আনিকা অন্যতম। এগুলো মোটামুটি ভালো মানের হোটেল। ভাড়া ৫০০টাকা হতে ২০০০টাকা পর্যন্ত। আবার কমদামী কিছু হোটেলও আছে। যেমনঃ মধুমিতা, সৈকত, শাপলা, ডিগনিটি, সমতা, উল্লেখযোগ্য। এগুলো ভাড়া সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। এছাড়া পর্যটনের রয়েছে নিজস্ব মোটেল। ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। রয়েছে ছোট ছোট কটেজ। কটেজগুলোর প্রতি রাতের ভাড়া ৩০০০-৫০০০ টাকা। সরকারি বিভিন্ন দফতরের রেষ্ট হাউস, গেষ্ট হাউস এবং বাংলোগুলো নির্ধারিত মূল্য পরিশোধ এবং অনুমতি সাপেক্ষে ভাড়া দেওয়া হয়। 

 

সৌন্দর্যের রাণী পার্বত্য সুন্দরী রাঙামাটি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। সুতরাং আর দেরি নয়, এখনি চলে যান রাঙামাটি ভ্রমনে।