অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অতীতের ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “জামায়াতে ইসলামী বা আমার কোনো সিদ্ধান্তে যদি কারও কষ্ট বা ক্ষতি হয়ে থাকে, আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আজ পর্যন্ত আমরা কোনো ভুল করিনি—এ কথা বলা ঠিক নয়। মানুষ মাত্রেই ভুল হয়।”
তিনি আরও বলেন, “আমাদের শত সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক হলেও একটি ভুল সিদ্ধান্তের কারণে জাতির ক্ষতি হতে পারে। যদি আমার কোনো সিদ্ধান্তে জাতির ক্ষতি হয়ে থাকে, তবে নিঃসংকোচে আমি ক্ষমা চাইতে প্রস্তুত।”
এ সময় ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পাশাপাশি তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট আয়োজনের দাবিও জানান।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা পাবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।”
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সুস্থ হয়ে কিছুদিন বসুন্ধরার বাসায় বিশ্রাম শেষে তিনি পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। অসুস্থতার পর এটি তার প্রথম বিদেশ সফর। এর আগে তিনি চীন, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ সফর করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫