|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ

নির্ধারিত সময়েই বিপিএল আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি


নির্ধারিত সময়েই বিপিএল আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি


রাজনৈতিক অস্থিরতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে বিসিবি এবারের আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। উদ্ভূত পরিস্থিতিতে টুর্নামেন্টের ভাগ্য নিয়ে সাধারণের মনে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন যে, বিপিএল শুরু হওয়া নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় নেই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে তারা নিরাপত্তার বিষয়ে শতভাগ আশ্বস্ত হয়েছেন। মাঠ এবং টুর্নামেন্ট আয়োজনের যাবতীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সুর শোনা গেছে অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকেও। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ জানিয়েছেন, তারা আগামীকাল রোববার (আজ) থেকেই আনুষ্ঠানিক অনুশীলনে নামছেন এবং বিদেশি ক্রিকেটারদের টিকিট থেকে শুরু করে মাঠের সরঞ্জাম সব প্রস্তুতিই চূড়ান্ত করা হয়েছে। সিলেটে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এবং সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালস লড়বে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। সিলেট পর্ব শেষে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও ঢাকার তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের প্লে-অফ পর্বের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি। সবশেষে আগামী ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসরের। এর আগে, আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে। 'গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।' তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, 'বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ১২তম আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ‘আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব পক্ষের সার্বিক প্রস্তুতিও পরিকল্পনায় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করছে যে, তারা স্টেডিয়ামে দর্শকদের স্বাগত জানাতে পারবে এবং দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেবে।' এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গতকাল দুপুরে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে শুরু থেকেই ৬ বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। অনুশীলন শেষে সাংবাদিকের মুখোমুখি হন দলটির হেড কোচ হান্নান সরকার। আগামী মঙ্গলবার প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবে রাজশাহী। হান্নান বলেন, ‘আমি জানিয়ে রাখতে পারি, আমরা ২৩ ডিসেম্বর সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে ২২ তারিখে ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের দলে ঢুকে যাবে বা ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে। তাহলে ২৩ তারিখ বিকালের ফ্লাইটে আমরা সিলেট যাব।’ বিদেশি ক্রিকেটারদের শুরু থেকে পাওয়া নিয়ে হান্নান বলেন, ‘ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে একসঙ্গে ডমেস্টিকে ফ্লাই করবে। বিদেশিদের কাছ থেকে এখন পর্যন্ত সব গ্রিন সিগন্যাল নিয়ে এগোচ্ছি। আমাদের ছয়জন বিদেশি ক্রিকেটার ইনশাআল্লাহ সিলেটের প্রথম দিন থেকেই থাকবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫