মুরাদনগরে মহিলা মালিক দোকান দখল। থানায় অভিযোগ

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আমতলি মার্কেটে ভারাটিয়া দোকানদারকে মারধর করে দোকান থেকে বের করে দিয়েছে একদল সন্ত্রাসী।
থানার অভিযোগ ও স্থানীয় জসিম উদ্দিন, মোঃ জিলানী ও শুক্কুর মিয়ার সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন আমতলি মার্কেট আকুবপুর গ্রামের মোহাম্মদ আলী স্ত্রী শোকেরা বেগম আকুবপুর মৌজার,বিএস দাগ নং ১৫০১, জায়গান পরিমান ৫শতাংশ বাউন্ডারী দেয়ালসহ একটি দোকান ভাড়া দেয় মুকতুল হোসেন ছেলে শূক্কুর মিয়া(৪৫) কাছে। এমতাবস্থায় আওয়ামীলীগ সমর্থিত আকুবপুর গ্রামের মৃতঃ আবদুল মান্নান ছেলে মাসুদুর ইসলাম(৩৫),মৃতঃ জয়নাল আবেদীন ছেলে আবদুল রউফ(৫৫) ওই দোকান তালা লাগিয়ে দিয়ে দোকান দারকে বের করে দিয়ে ২০ লাখ টাকার সম্পদ দখল করে নেয়। স্ত্রী শোকেরা বেগম বলেন, আমার দোকান ভাড়া দিয়েছি শুক্কুর মিয়ার কাছে। দোকান দারকে উচ্ছেদ করে দোকান দখল করে নেয় একই গ্রামের মাসুদুর ইসলাম, আবদুল রউফ।
আমি বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দাখিল করে। থানা পুলিশ এখন ঘটনাস্থল যায় নাই। তাদের ভয়ে গ্রাম ছেড়ে চট্টগ্রামের চলে এসেছি। হুমকির মুখে জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাসুদুর ইসলাম ও আবদুল রউফ বলেন, তার কাছে দোকানগুলোর মালিকানার প্রমাণ রয়েছে। এ ছাড়া তিনি আর কিছু বলতে রাজি হননি। বাঙ্গরা বাজার থানা ওসি সালাউদ্দিন বলেন, দোকান অভিযোগের একটি আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থান নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫