আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, এবং আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) এবং একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। আহত ব্যক্তি মিঠু বলেন, তারা তিনজন মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মোল্লারচর এলাকায় পৌঁছালে একটি নসিমন তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহান ঘটনাস্থলেই মারা যান এবং উজ্জ্বলকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। ঘাতক নসিমনটি আটক করার চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫