স্কুলছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রামের এক অষ্টম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আশিকুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার রাত ৮টার দিকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরীর কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৭ অক্টোবর ওই স্কুলছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কালিয়া থানায় মানিক হোসেনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে নিয়োজিত এসআই আশিকুজ্জামান গত ৫ ডিসেম্বর ঢাকার আশুলিয়া থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
তবে অভিযোগ উঠেছে, উদ্ধার করার পর তিনি ভুক্তভোগীকে কালিয়া থানায় না নিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জে নিয়ে যান। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করেন ছাত্রীটি।
এসআই আশিকুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার চাচাতো ভাই মারা যাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ভুক্তভোগীকে গাড়িতে রেখে জানাজায় অংশ নিয়েছি। গাড়িতে নারী পুলিশসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ করা হয়েছে।”
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, এসআই আশিকুজ্জামানকে কালিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫