মালয়েশিয়ায় ডাকাত দলের সদস্য সন্দেহে বন্দুকযুদ্ধে দুই বিদেশি

মালয়েশিয়ায় ডাকাত দলের সদস্য সন্দেহে বন্দুকযুদ্ধে দুই বিদেশি,একজন বাংলাদেশি নিহত কুয়ালালামপুর, ১৩ মার্চ: মালয়েশিয়ায় ডাকাত দলের সদস্য সন্দেহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন বিদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর প্রকাশিত হয়।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টায় পেকান-কুয়ান্তান বাইপাসের কেএম১৭ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ শেষে দুই ভিয়েতনামী পুরুষ ও এক বাংলাদেশিকে তাদের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর। পুলিশ ধারণা করে, নিহতরা "সেন্ট্রো" নামক একটি ডাকাত দলের সদস্য ছিল। এই দলটি বিভিন্ন গহনার দোকানে ভাঙচুরের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
পুলিশের তদন্তে জানা যায়, ওইসব ঘটনায় ৯ কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে। পাহাং পুলিশপ্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়ির আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। তাদের থামানোর নির্দেশ দিলে চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় তারা। পরে পুলিশ পরিদর্শন করতে গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গাড়িতে থাকা গ্যাংয়ের তিনজনই নিহত হন।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তল্লাশিতে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া যায়। এছাড়া পুলিশ গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছে, যেগুলো বাংলাদেশিদের। পুলিশ আরও জানায়, ভিয়েতনামের পাসপোর্টধারী ওই দুই ব্যক্তি টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। বাংলাদেশি নাগরিকের ভিসা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫